শত কোটির বেশি বস্তু চিনবে গুগল লেন্স

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ‘গুগল লেন্স’ ক্যামেরার ক্ষমতা বাড়িয়েছে গুগল। এখন শত কোটির বেশি বস্তু শনাক্ত করতে পারবে এই ক্যামেরা। আগের বছর ফটোস এবং অ্যাসিস্টেন্ট-এ এটির প্রাথমিক সংস্করণ উন্মুক্ত করে গুগল। তখন আড়াই লাখ বস্তু শনাক্ত করতে পারতো গুগল লেন্স। উন্মোচনের এক বছর পর গুগল লেন্স-এর পরিধি বাড়িয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এ সময়ের মধ্যে আরও বেশি পণ্যে লেবেল, লেখা শনাক্তকরণের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গুগল লেন্সকে। এ ছাড়া স্মার্টফোনে ধারণকৃত ছবি দিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়েছে অ্যাপটিকে– খবর প্রযুক্তি সাইট ভার্জের। গুগলের দাবি “সার্বিকভাবে এখন আগের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য” গুগল লেন্স।…

বিস্তারিত