শফিক ফুটবল একাডেমী ও একজন উষাময় চাঁকমা

শফিক ফুটবল একাডেমী ও একজন উষাময় চাঁকমা

নিজস্ব প্রতিবেদকঃ সাভার থেকে শত কড়ায়গন্ডা পেরিয়ে স্বপ্নের দুয়ারে হাতছানি উষা চাঁকমার সফলতার অগ্রসরের গল্প।  বলছি রাঙামাটির একজন হতদরিদ্র,অবহেলিত,আকাশচুম্বি স্বপ্ন দেখা এক সাহসী কিশোরের কথা। দুচোখে যার জ্বলজ্বলিত স্বপ্ন বিশ্বজয়ী ফুটবলার হয়ে ওঠার, সম্ভাবনা ও অনেক। আছে বুকভরা সাহসীকতা,অদম্য প্রতিভা ও আকাশছোঁয়া আত্মবিশ্বাস। তবে এতকিছুর পরেও প্রয়োজন ছিল শুধুমাত্র একটুকরো প্রেরণা। উষাচাঁকমা(১৪) শৈশবে অভাবের তাড়নায় মায়ের কোল ছেড়ে চলে আসেন সাভারে একটি এতিম খানায়, সেখানে থেকেও ফুটবলের প্রতি তার ভালবাসা একটুও কমেনি বরং সময়ের সাথে সাথে আগ্রহ বেড়েই চলছিল। স্বপ্ন পূরনের তাড়নায় যোগ দেয় সাভারের শফিক ফুটবল একাডেমিতে। কিন্তু ক্ষুদ্র সময়ের…

বিস্তারিত