শব্দ দূষণ থেকে মুক্তির দাবি নিকলীবাসীর

 হিমেল আহমেদ,নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ শব্দ দূষণ বর্তমান সময়ে এক মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। নিকলীতে ক্রমাগত শব্দ দূষণের তীব্রতা বেড়েই চলছে। নিকলীবাসী এখন বাস করছে “হাইড্রোলিক হর্ন” নামে এক ভয়ঙ্কর শত্রুর সাথে,যার উদ্ভট আওয়াজ ক্ষয় করে দিচ্ছে শ্রবণ ক্ষমতাকে। যানবাহনে এ হর্নের ব্যবহার নিয়ে আইন থাকলে ও নিকলীতে এর কোন প্রয়োগ নেই,এর বিরুদ্ধে কোন প্রকার ব্যাবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন। যানবাহনের হাইড্রোলিক হর্ন,সড়কে দ্রুতগতির যানবাহনের শব্দ এলাকাবাসীর নিত্যসঙ্গী।। হঠাৎ করে উচ্চ শব্দের এ হর্ন শুনলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগীরা আৎকে উঠে। উচ্চশব্দের হর্ন বাজানোর কারণে পথচারীদের শ্রবণশক্তি হ্রাস পাচ্ছে সেই…

বিস্তারিত