শব্দ দূষণ থেকে মুক্তির দাবি নিকলীবাসীর

 হিমেল আহমেদ,নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

শব্দ দূষণ বর্তমান সময়ে এক মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। নিকলীতে ক্রমাগত শব্দ দূষণের তীব্রতা বেড়েই চলছে। নিকলীবাসী এখন বাস করছে “হাইড্রোলিক হর্ন” নামে এক ভয়ঙ্কর শত্রুর সাথে,যার উদ্ভট আওয়াজ ক্ষয় করে দিচ্ছে শ্রবণ ক্ষমতাকে। যানবাহনে এ হর্নের ব্যবহার নিয়ে আইন থাকলে ও নিকলীতে এর কোন প্রয়োগ নেই,এর বিরুদ্ধে কোন প্রকার ব্যাবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন। যানবাহনের হাইড্রোলিক হর্ন,সড়কে দ্রুতগতির যানবাহনের শব্দ এলাকাবাসীর নিত্যসঙ্গী।। হঠাৎ করে উচ্চ শব্দের এ হর্ন শুনলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগীরা আৎকে উঠে। উচ্চশব্দের হর্ন বাজানোর কারণে পথচারীদের শ্রবণশক্তি হ্রাস পাচ্ছে সেই সাথে, জীববৈচিত্র্যোর নানান রকমের পরির্বতন হচ্ছে। এমনকি উচ্চমাত্রার হর্ন এর কারণে নিকলীর প্রধান সড়কের পাশের বিশাল বৃক্ষগুলোতে অতিথি পাখির আশ্রয়স্থলে আগের মতো আর অতিথি পাখির সমাহার ঘটেনা।। স্কুল,কলেজ,হাসপাতাল,মাদ্ররাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ও উচ্চ শব্দে হর্ন বাজিয়ে থাকে চালকরা। আবার অনেক সময় দেখা যায় নিকলীতে সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পযর্ন্ত উচ্চ শব্দে বাউল গান,পালা গানসহ নানা রকমের ধর্মীয় অনুষ্ঠানে চাহিদার অধিক মাইক ব্যবহার করা হয়ে থাকে। এগুলোর শব্দ স্কুল,কলেজ,মাদরাসা পড়–য়া ছাত্র- ছাত্রী,গর্ভবতী মা,ছোট শিশু,হৃদরোগীসহ নানান পেশার কর্মজীবিদের উপর শব্দ দূষনের প্রতিক্রিয়া পড়ছে এবং শারীরিক ও মানসিক ব্যাধির সৃষ্টি হচ্ছে।এসব গাড়ির স্ট্যান্ডগুলো মূল সড়কে থাকায়,এ সমস্যা দিন দিন তীব্র আকার ধারণ করছে।চালকদের ট্রাফিক আইন নাজানা,আইনের যথাযর্থ প্রয়োগ না থাকা,অপ্রাপ্ত বয়স্ক চালক, কে চিহ্নিত করেছে এলাকাবাসী ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment