জগন্নাথপুরের শ্রীধরপাশায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ২০ জন আহত

মোঃ হুমায়ুন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

পূর্ব বিরোধের জের ধরে জগন্নাথপুরে শ্রীধর পাশায় দুই পক্ষের সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।তমধ্যে গুরতর আহত অবস্থায় দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রাম নিবাসী আব্দুল মালিক,ফয়সল পক্ষ ও জাবেূ আলম কোরেশী পক্ষের লোকজনের মধ্যে শ্রীধরপাশা দারুল উলুম মাদ্রাসার নামকরণ ও জমি নিলামকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছে। এরই জের ধরে ৩ নভেম্বর শনিবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে আহত হয়েছেন রাজু মিয়া, রশাদ মিয়া,জয়নুল হক, ময়নুল আলম,জাকার, শামিম,ফরহাদ,সুজেব মিয়া,আরিক মিয়া, মাজহারুল, আজমল খা,ছব্বির,আখতার,সাজু, সোয়াজ ও ফারহান। তমধ্যে গুরুতর আহত অবস্থায় রাজু মিয়া ও রাশাদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অনেকে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment