শরণখোলায় বন প্রহরীদের সহযোগিতায় সুন্দরবনের গাছ কেটে সাবাড়

শরণখোলায় বন প্রহরীদের সহযোগিতায় সুন্দরবনের গাছ কেটে সাবাড়

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ পূর্ব সুন্দরবনের শরণখোলা উপজেলার চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বন প্রহরীদের সহযোগিতায় সুন্দরবনের গাছ কেটে সাবাড়ের অভিযোগ উঠেছে । এলাকাবাসীর অভিযোগ গত ১৩ জানুয়ারি সকালে প্রকাশ্যে কলমতেজী টহল ফাঁড়ির বন প্রহরীদের উপস্থিতিতে প্রায় ১০টি রেনট্রি গাছ কাটা হয়েছে। এমন খবরে, সরেজমিনে গিয়ে দেখা যায় গাছগুলো বন বিভাগের সামজিক বনায়ন কর্মসূচীর গাছ। এলাকার একটি রাজনৈতিক পরিচয়ে চলা প্রভাবশালী চক্র বন প্রহরীদের টাকা দিয়ে গাছগুলো সাবাড় করেছে বলে অভিযোগ এলাকাবাসীর।টাকার বিনিময়ে সুন্দরবনের গাছ সাবাড়ের ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। টমটম চালক বেলাল বলেন, আমি নিজে…

বিস্তারিত