শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ কেজি ৩২০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। আজ সকাল ৭টার দিকে কাতার থেকে আসা একটি ফ্লাইট থেকে মালিকবিহীন অবস্থায় স্বর্ণগুলো জব্দ করা হয়। যার বাজারমূল্য ৪ কোটি ৬৬ লাখ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) শহীদুল ইসলাম জানান, ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিমানটি তল্লাশি করে ১৮ এফ সিটের নিচে বিশেষ কায়দায় চারটি প্যাকেটে কালো টেপ দিয়ে পেঁচানো অবস্থায় স্বর্ণেরবারগুলো পায় গোয়েন্দা দল। জব্দকৃত স্বর্ণ শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিস্তারিত