শাহরুখকে বেঈমান বললেন কাজল!

শাহরুখ খান আর কাজলের জুটিটি বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি বললে একটুও বেশি বলা হয় না। পর্দায় একবার তাদের দেখা গেলেই ভায়োলিন বাজে মনের ঘরে। সামান্য হাতের জাদুতেই মিউজিক শোনাতে পারেন শাহরুখ। এই দুই জুটির ‘দিল ওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মাই নেম ইস খান’, ‘কভি খুশি কভি গম’-এর মতো কিছু সেরা সিনেমা রয়েছে। শাহরুখ আর কাজল একসঙ্গে কাজ করবেন শুনলেই মানুষের আগ্রহ তৈরি হয়। তবে এবার বাস্তব জীবনেই শাহরুখ খানকে চিটার বললেন কাজল। বাস্তবে প্রেমের সম্পর্ক তাদের কোনও দিনই ছিল না। কিন্তু বন্ধুত্বটা তো ছিল! সেখানেও কি তবে…

বিস্তারিত