ঠাকুরগাঁওয়ে ইউএনও, শিক্ষা কর্মকতার বিরুদ্ধে মিথ্যা মামলা

ঠাকুরগাঁওয়ে ইউএনও, শিক্ষা কর্মকতার বিরুদ্ধে মিথ্যা মামলা

জসীম উদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার চাপোড় পারব¦র্তীপুর দাখিল মাদ্রাসার মেনেজিং কমিটি/২২ নিয়ে গত ১০/১০/২২ ইং তারিখে রানীশংকৈল সহকারী জজ ঠাকুরগাঁও আদালতে জন বিবাদী করে মিথ্যা মামলা দায়ের করেছেন আনিকুল ইসলাম নামে এক ব্যক্তি। মামলা ও সরেজমিনে জানা যায়, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার চাপোড় পারব¦র্তীপুর দাখিল মাদ্রাসার মেনেজিং কমিটি/২২ নিবার্চনকে কেন্দ্র করে এই মামলা দায়ের করেন তিনি। নিজেকে অভিভাবক হিসাবে দাবি করে এই মামলায় উল্লেখ্য করে তিনি বলেন, মেনেজিং কমিটি/২২, আমাকে ভোটার করা হয়নি আমার মেয়ে ঐ মাদ্রাসার নিয়মিত ছাত্রী। ভোটার তালিকায় অনেক অনিয়ম রইয়েছে। মাদ্রাসার জমি নিও সেই…

বিস্তারিত