শিশুর গলাব্যথা কেন হয়, কী করবেন?

শিশুর গলাব্যথা কেন হয়, কী করবেন?

ঋতুর পরিবর্তনের কারণে শিশুদের নানা রোগ দেখা দিচ্ছে।  ঘরে ঘরে শিশুদের জ্বর-শর্দি লেগেই আছে।  জ্বরের সঙ্গে অনেক শিশুর গলাব্যথাও দেখা দিচ্ছে।  অনেকে করোনা হিসেবে বিষয়টি নিয়ে ভয়ে আছেন।  মূলত টনসিল ও মুখ গহ্বরের রোগের কারণে শিশুদের গলাব্যথা হয়ে থাকে। পাঁচ থেকে আট বছর বয়সী শিশুরা এ সমস্যায় সাধারণত বেশি ভোগে।  বর্ষা শেষে বা শীতকালে গলাব্যথা বাড়তে পারে।  ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত সংক্রমণের কারণে প্রদাহ হয়।  ৩০ শতাংশ ক্ষেত্রে দায়ী জীবাণু হলো গ্রুপ-এ বিটা হিমোলাইটিক স্ট্রেপটোকক্কাস।  এটি সংক্রামক।  লালা বা শ্লেষ্মার মাধ্যমে ছড়ায়। চিকিৎসকরা বলেন, শিশুদের যত অপারেশন হয় তার মধ্যে টনসিলে…

বিস্তারিত