শুরু হয়েছে আগাম শীত;দিন-রাত ব্যস্ত লেপ তৈরীর কারিগররা

শুরু হয়েছে আগাম শীত;দিন-রাত ব্যস্ত লেপ তৈরীর কারিগররা

ঠাকুরগাঁও প্রতিনিধি:সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁও ও পঞ্চগড়। সীমান্তবর্তী ও হিমালয়ের  কিছুটা কাছাকাছি অবস্থিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে আগাম শীত। শীত নিবারণের জন্য ব্যবহার হয় লেপ। জেলায় আগাম শীত দেখা দেওয়ায় লেপের চাহিদাও বেড়েছে এখন থেকে। তাই লেপ তৈরীতে দিন-রাত ব্যস্ত সময় পার করছে কারিগররা। যদিও মূলত দেশে শীত কাল পৌষ ও মাঘ কিন্তু ঠাকুরগাঁওয়ে কার্তিকের মাঝামাঝিতেই শুর হয়েছে শীতের আনাগোনা।  জেলায় শীতের আনাগোনা শুরু হওয়ায় জনসাধারণের মাঝে লেপের চাহিদা বাড়াই লেপ তৈরীতে ব্যস্ত সময় পার করছে লেপ-তোশক তৈরীর কারিগররা ও তুলা ব্যবসায়ীরা। গতকাল রবিবার  (১৫ নভেম্বর) রাত ৮ টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি বাজারের…

বিস্তারিত