শেরপুরে গারোদের ওয়ানগালা উৎসব উদযাপন

শেরপুরে গারোদের ওয়ানগালা উৎসব উদযাপন

শেরপুর প্রতিনিধি : গারোদের বিশ্বাস, ‘মিসি সালজং’ বা শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন। এই শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতির পাশাপাশি ‘পরিবারে ভালবাসা, ম-লীর আনন্দ, সব পরিবারের মঙ্গল কামনা করে’ প্রতি বছরের ন্যায় এ বছরেও শেরপুরের ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়রা পালন করেছেন ওয়ানগালা বা নবান্ন উৎসব। ২২ নভেম্বর রোববার করোনা সংকটের কারণে সংক্ষিপ্ত আয়োজনে উপজেলার দুধনাই গ্রামের মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীতে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রার্থনা পরিচালনা করেন করেন, খামাল ফাদার সুবল কুজুর, সিএসসি। এসময় ৩ জনকে নকমা প্রদান করা…

বিস্তারিত