শৈলকুপার গড়াই নদীর ভাংগনে নি:শ্ব হয়েছে ৪০ পরিবার

শৈলকুপার গড়াই নদীর ভাংগনে নি:শ্ব হয়েছে ৪০ পরিবার

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গ্রামের উত্তরপাড়ার আব্দুল মালেক মন্ডলের টিনের চৌরি ঘর ছিল, মাঠে ১০ বিঘা চাষের জমিও ছিল। এগুলো এখন তার কাছে শুধুই স্বপ্ন। ভীটাবাড়ি আর চাষের জমি সবই চলে গেছে গড়াই নদীর তলে। এখন থাকেন অন্যের জমিতে। একেকবার ঘর ভেঙ্গেছে, আর বাঁচার জন্য নতুন করে ঘর বেঁধেছেন। সাতবার বসতবাড়ির জায়গা পরিবর্তনের পর বর্তমান জাগয়াটিও রয়েছে ভেঙ্গে পড়ার ঝুকিতে। আব্দুর রহিম মন্ডল বসতবাড়ির জায়গা পাল্টেছেন ৬ বার। তারও ৮ বিঘা জমি ছিল। পাঁকা পোতার টিনের চৌরি ঘর ছিল। বাড়িতে গরু-ছাগল ছিল। যা হারিয়ে…

বিস্তারিত