সউদিতে চারটি ‘পবিত্র’ স্থান গুঁড়িয়ে দেয়া হলো

সওয়াবের আশায় হজযাত্রী ও উমরাহকারীরা শ্রদ্ধা প্রদর্শন করেন – এমন চারটি স্থান গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন পবিত্র নগরী মক্কার আমীর প্রিন্স খালেদ আল-ফয়সল।গত মঙ্গলবার তায়েফের দক্ষিণাঞ্চলীয় সাহেল এলাকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন প্রিন্স খালেদ। এসব স্থানের মধ্যে আছে দু’টি গাছ ও একটি পাথর। তায়েফের মিসান এলাকার সা’দ গ্রামের এসব গাছ ও পাথরকে ইহরাম বাঁধা অবস্থায় হজযাত্রী ও উমরাহকারীরা জড়িয়ে ধরেন ও চুমু খান। তাদের বিশ্বাস, এতে আল্লাহর রাহমত পাওয়া যায়। এছাড়া ওখানে তিন কামরার একটি একটি কাঠামোও আছে, হজযাত্রী ও উমরাহকারীরা যেটি দেখতে যান। তারা মনে করেন, ওখানে যাওয়া…

বিস্তারিত