সউদিতে চারটি ‘পবিত্র’ স্থান গুঁড়িয়ে দেয়া হলো

সওয়াবের আশায় হজযাত্রী ও উমরাহকারীরা শ্রদ্ধা প্রদর্শন করেন – এমন চারটি স্থান গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন পবিত্র নগরী মক্কার আমীর প্রিন্স খালেদ আল-ফয়সল।গত মঙ্গলবার তায়েফের দক্ষিণাঞ্চলীয় সাহেল এলাকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন প্রিন্স খালেদ।
এসব স্থানের মধ্যে আছে দু’টি গাছ ও একটি পাথর। তায়েফের মিসান এলাকার সা’দ গ্রামের এসব গাছ ও পাথরকে ইহরাম বাঁধা অবস্থায় হজযাত্রী ও উমরাহকারীরা জড়িয়ে ধরেন ও চুমু খান। তাদের বিশ্বাস, এতে আল্লাহর রাহমত পাওয়া যায়। এছাড়া ওখানে তিন কামরার একটি একটি কাঠামোও আছে, হজযাত্রী ও উমরাহকারীরা যেটি দেখতে যান। তারা মনে করেন, ওখানে যাওয়া মানে আল্লাহর সান্নিধ্য পাওয়া। চতুর্থ স্থানটি একখণ্ড জমি। হজযাত্রী ও উমরাহকারীরা সওয়াবের আশায় ওখানে দীর্ঘক্ষণ অবস্থান করেন।এসব স্থান পরিদর্শন এবং সেগুলোকে ভক্তিশ্রদ্ধা দেখানো পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষার পরিপন্থী বিধায় মক্কার আমীর সেগুলো গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে একটি কমিটি ওই নির্দেশ বাস্তবায়নও করেছে। তারা গাছ-দু’টো কেটে ফেলেছে এবং পাথর ও জমিটিকে সমান করে দিয়েছে।হজ ও উমরাহর নামে এ ধরনের আরো কোনো অনৈসলামিক কাজ চলে কি না, তা খুঁজে দেখতেও কমিটিকে নির্দেশ দিয়েছেন প্রিন্স খালেদ। আদেশ অনুসারে কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যেসব উমরাহ কম্পানি মানুষকে এসব জায়গায় নিয়ে যায় তাদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনে জরিমানা করা হবে। সূত্র : সউদি গেজেট

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment