সবুজের সমারোহ ইটনার আমনের মাঠ

সবুজের সমারোহ ইটনার আমনের মাঠ

মাহফুজ হাসান,স্টাফ রিপোর্টার:  কিশোরগঞ্জের হাওর অঞ্চলের ইটনা উপজেলার আমন ধানের মাঠ যেন এক সবুজের সম্রাজ্য। এ বছর হাওর থেকে আগাম পানি সরে যাওয়ায় তুলনা মূলক উঁচু জমিতে হাওরের মানুষ অতি উৎসাহিত হয়েই আমন ধান রোপন করা শুরু করেন। উপজেলার রায়টুটী, বাদলা, চৌগাংগা, বড়িবাড়ি, এলংজুরী, জয়সিদ্ধি, মৃগা, ধনপুর ও ইটনা সদর সহ মোট ৯টি ইউনিয়ন রয়েছে। সোমবার ১৪(নভেম্বর) সরেজমিনে হাওরে আমন ধানের মাঠ দেখতে গেলে বেশ কয়েকজন কৃষকের সঙ্গে সাক্ষাৎ হয় তারা জানায়, আমনের ধান গাছ যেভাবে গজিয়ে উঠেছে এতে আশানুরুপ ফসল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া আমন রোপন করার…

বিস্তারিত