সব হারানোর আগে উজাড় করে খেলবে বায়ার্ন’

কয়েক দিন আগেও তারা ট্রেবল জয়ের স্বপ্ন দেখেছিল। বুন্দেস লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপে তাদের বেশ সুযোগও ছিল। ছিল ফুটবলারদের দারুণ ফর্মও। কিন্তু সেসব ছাপিয়ে একই মৌসুমে সম্পূর্ণ বিপরীত দুটি চিত্র দেখেছে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। মূলত মৌসুমের মাঝপথে আভাসবিহীন বৃষ্টির মতো দলটির কোচ ইউলিয়ান নাগালসম্যানকে ছাটাই করা হয়। এরপরই পা ফসকানো শুরু। নতুন কোচ থমাস টুখেলের টুখেলের কোচিংয়ে উল্টো পথে হাঁটছে বায়ার্ন মিউনিখ। সব হারিয়ে তাদের এখন একমাত্র আশা বুন্দেস লিগা। তবে আজকেই (২৭ মে) নির্ধারিত হয়ে যাবে, লিগটির শিরোপা উঠছে কাদের হাতে! এর আগে টানা ১০টি…

বিস্তারিত