সাইফ-কারিনার বিয়ের দিন কী করছিলেন অমৃতা?

সাইফ-কারিনার বিয়ের দিন কী করছিলেন অমৃতা?

‘কফি উইথ করন’-এ এসে মেয়ে সারা আলি খানের সামনেই কারিনার সঙ্গে তার রসায়নের কথা খোলাখুলি বললেন সাইফ আলি খান। সারাও বললেন কীভাবে কারিনা ও সাইফ আলির সঙ্গে সম্পর্কে সমতা বজায় রাখেন তিনি। এছাড়াও মা অমৃতা সিংহের ব্যাপারে বেশ কিছু কথা অকপটে বললেন সারা। কারিনা ও সাইফের বিয়েতে নিমন্ত্রিতদের মধ্যে অন্যতম ছিলেন সারা। বিয়ের সময়ে বাবার সঙ্গে সঙ্গেই ছিলেন তিনি। সাইফিনার বিয়েতে সারার উপস্থিতিতে অমৃতার প্রতিক্রিয়া কেমন, তা নিয়ে যথেষ্ট আলোচনাও হয়েছিল সে সময়। কিন্তু সত্যিটা সারা নিজেই প্রকাশ্যে আনলেন ‘কফি উইথ করন’-এর সিজন সিক্সে। সারা জানান, সাইফ কারিনার বিয়ের দিন…

বিস্তারিত