সারদারঞ্জন: বাংলায় ক্রিকেট এনেছিলেন যিনি

সারদারঞ্জন: বাংলায় ক্রিকেট এনেছিলেন যিনি

আজ যে জায়গায় বাংলাদেশের ক্রিকেট দাঁড়িয়ে, তা একদিনের নয়। বহু বছরের, বহু ইতিহাসের চড়াই-উতড়াই পেরিয়ে বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাঙালির ক্রিকেট ইতিহাসের শুরুর সেই গল্প বলতে গেলে ফিরে যেতে হবে আঠারো শতকে ময়মনসিংহ অঞ্চলে। সেখানে তখন বিদ্যুৎ ছিল না, কংক্রিটের ভালো রাস্তা-ঘাট ছিল না, শিক্ষা-দীক্ষা-অর্থ ছিল অপ্রতুল; ছিল জমিদারি শাসন ব্যবস্থা- এ হলো সেই সময়ের কথা। তবে পালাগান ছিল জমজমাট। ‘মৈমনসিংহ গীতিকা’র জন্য বিখ্যাত এ জনপদ। এই পালাগানের সংগ্রাহক চন্দ্রকুমার দে। পরে ডক্টর দীনেশচন্দ্র সেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তা প্রকাশ করেন। ব্রহ্মপুত্র নদের তীরে এই অঞ্চলেই প্রথম ক্রিকেটের হাতেখড়ি…

বিস্তারিত