সারা দেশে যাচ্ছে জয়পুরহাটের শজনে

জয়পুরহাটে উৎপাদন বেড়েছে শজনে ডাঁটার। পুষ্টিগুণে ভরা এসব শজনে ডাঁটা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কৃষক ও ব্যবসায়ীরা জানান, পতিত জমি, রাস্তার পাশে, পুকুর পাড়ে, জমির আইলে শজনে গাছ লাগানো হয়। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত শজনে ডাঁটার ফলন হয়। এর মধ্যে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি দুই মাস ভরা মৌসুম। এ সময় জেলার বিভিন্ন পাইকারি বাজার থেকে গড়ে প্রতিদিন ১০ টনের বেশি শজনে ডাঁটা ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়সহ বিভিন্ন জেলায় সরবরাহ হয়। পাইকারি বাজারে মৌসুমের শুরুতে প্রতি কেজি শজনে ডাঁটা ১০০ থেকে…

বিস্তারিত