সার্জারির ক্ষেত্রে মুসলিম চিকিৎসকদের অবদান(পর্ব-তিন)

নিউজ ডেস্ক : আজকের অত্যাধুনিক শল্যচিকিৎসা বা সার্জারি হলো শত শত বছরের কিছু মানুষের নিরলস সাধনার ফসল। এই মানুষগুলো রোগিদের জীবন রক্ষার তাগিদে যেসব উদ্ভাবন করে গেছেন তারই সম্মিলিত রূপ হলো বর্তমান যুগের সার্জারি। মানুষের জীবন বাঁচানোর যে আকাঙ্খা মূলত তাই প্রতিফলিত হোত হাজার বছর আগের স্পেনের মুসলিম শল্যচিকিৎসকদের বা সার্জনদের মধ্যে। রক্তসংবহনতন্ত্রের অস্ত্রোপচার বা ভাস্কুলার সার্জারি, সাধারণ অস্ত্রোপচার এবং হাড় বা অর্থোপেডিক সার্জারি মূলত এই তিন ধরণের সার্জারি করতেন সে সময়ের স্পেনের সার্জনরা। ইসলামের স্বর্ণযুগের সময় কর্ডোবায় আল-জাহরাউয়ি বা অ্যাবাল কাসিস ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ শল্যচিকিৎসক। তিনি অত্যন্ত দক্ষতার…

বিস্তারিত