সিরাজদখিানে দু‘পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে আহত হওয়া সোহেল বেপারীর (২৮) নামের এক যুবক মারা গেছে। নিহত সোহেল মিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর কারিকর পাড়ার হবিবুর রহমানের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর কারীকর পাড়ায় গত ১৩ই জুলাই নুরমোহাম্মদ বেপারী ছেলে জালাল বেপারীর (১৭) একটি মোবাইল সেট চুরি হলে পাশের বাড়ীর হাবিব বপারীর ছেলে টনি বেপারীকে(১৮)কে মোবাইল চুরির সন্দেহ করলে দু’পক্ষের মধ্যে ওই দিন বিকালে একবার মারামাররি হয় এবং শুক্রবার রাত ৮ সময়…

বিস্তারিত