সিরাজদখিানে দু‘পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে আহত হওয়া সোহেল বেপারীর (২৮) নামের এক যুবক মারা গেছে। নিহত সোহেল মিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর কারিকর পাড়ার হবিবুর রহমানের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর কারীকর পাড়ায় গত ১৩ই জুলাই নুরমোহাম্মদ বেপারী ছেলে জালাল বেপারীর (১৭) একটি মোবাইল সেট চুরি হলে পাশের বাড়ীর হাবিব বপারীর ছেলে টনি বেপারীকে(১৮)কে মোবাইল চুরির সন্দেহ করলে দু’পক্ষের মধ্যে ওই দিন বিকালে একবার মারামাররি হয় এবং শুক্রবার রাত ৮ সময় নুরমোহাম্মদ বেপারী ভাড়াটিয়া লোক এনে প্রতিপক্ষের উপড় হামলা চালায় । হামলায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয় । আহতরা হলেন, হাবিব বেপারীর ২ ছেলে টনি বেপারী (১৮) ও রনি বেপারী (৩০) এবং হাবিব বেপারীর ভাই হবিবুর রহমান ভাতিজা সোহেল বেপারী,নুরমোহাম্মদ বেপারী এবং তার ছেলে জালাল বেপারীসহ ১০ জান । ওই রাতে গুরুতর আহত সোহেল বোপরীকে আগার গাও ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয় । ভর্তির ১১ দিন মৃতে্যুর সাথে লড়াই করে ১৩ই জুলাই সোমবার রাত ৮র দিকে আহত সোহেল বেপারী চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । এ ঘটনায় উভয় পক্ষ পাল্টা-পাল্টি ৩২৬ দ্বারা মামলা করে এবং এই মামলায় উভয় পক্ষের ২ জন গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। আজ মঙ্গলবার ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পোষ্ট মডাম শেষে আসর নামাজের পর রাজানগর কবরস্থানে দাফন করা হয় । সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ(আইসি)মো.হাফিজুর রহমান জানান,একটি মোবাইলের বিষয় নিয়ে দু‘পক্ষের মধ্যে মরামারির ঘটনায় সোহেল নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছে উভয় পক্ষই মামলা করেছে এবং উভয় পক্ষের ২ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment