সিৎসিপাসের কাছে নাদালের হার, থিয়েমকে হারিয়ে ফাইনালে জকোভিচ

আগামী মাসে শুরু হতে চলা ফরাসি ওপেনের আদর্শ ড্রেস রিহার্সাল হিসেবেই মাদ্রিদ ওপেনকে দেখছেন টেনিস বিশেষজ্ঞরা। আর ফরাসি ওপেন শুরুর ঠিক আগে মাদ্রিদ ওপেনের ক্লে-কোর্টে নাদাল-জকোভিচের দ্বৈরথ দেখার আশায় বুক বেঁধেছিলেন টেনিস অনুরাগীরা। তবে কোয়ার্টারে সুইশ কিংবদন্তি রজার ফেডেরারের দৌড় থামানো ডোমিনিক থিয়েমকে হারিয়ে সার্বিয়ান নোভাক জকোভিচ ফাইনালে উঠলেও ঘরের মাঠে পছন্দের ক্লে-কোর্টে পারলেন না রাফায়েল নাদাল। ফরাসি ওপেনের সম্ভাব্য দুই ফাইনালিস্ট নাদাল-জকোভিচের স্বপ্নের ফাইনাল দেখার আশায় বুক বেঁধেছিল মাদ্রিদ। অস্ট্রিয়ার তরুণ তুর্কি থিয়েমকে হারিয়ে জকোভিচ ফাইনালে পৌঁছলেও বছর কুড়ির স্তেফানোস সিৎসিপাসের কাছে হেরে সেমি থেকে বিদায় নিলেন ১১টি ফরাসি…

বিস্তারিত