‘সেক্স হলো ওষুধের মতো’

‘সেক্স হলো ওষুধের মতো’

বিশ্বকাপে ইংলান্ড দলের সফলতার গোপন মন্ত্র প্রকাশ করলেন জেমি ভারডির স্ত্রী রেবেকা ভারডি। তিনি বেকি ভারডি নামেও পরিচিত। তিনি বলেছেন, অন্যবারের বা অন্য কোনো দলের মতো নয়। ইংল্যান্ড দলের এবারের খেলোয়ারদেরকে তাদের স্ত্রী ও গার্লফ্রেন্ডদের সঙ্গে অবাধে সেক্স করার সুযোগ দেয়া হয়েছে। এক্ষেত্রে কোনো রাখঢাক রাখা হয় নিন। ফলে খেলোয়াররা মাঠের ভাইরে তাদের স্ত্রী বা গার্লফ্রেন্ডদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে মানসিকতা রাখছেন প্রফুল্ল। আর সেটাই তাদের সফলতার মূল চাবিকাঠি। স্ট্রাইকার জেমি ভারডির স্ত্রী রেবেকাও কোনো ভনিতার আশ্রয় না নিয়ে একেবারে প্রকাশ্যে বলে দিয়েছেন এসব কথা। এ জন্য তিনি দলের…

বিস্তারিত