সেঞ্চুরির আফসোস না করলেও পারেন লিটন

সেঞ্চুরির আফসোস না করলেও পারেন লিটন

মুগ্ধতা তার ব্যাটে আগেও ছিল, স্বপ্নেরা আঁকিবুঁকি খেলতো তার শটে। এমন একজন ব্যাটসম্যান বাংলাদেশের! পড়া হতো এমন বিস্ময়েও। কিন্তু সেটা যে দীর্ঘস্থায়ী হতো না, এটাই ছিল সমস্যা। লিটন দাস যদি এই সমস্যা জিইয়েই রাখবেন, তাহলে আর তিনি ‘ক্লাসিক দাস’ হবেন কী করে! এখন তিনি ক্রিজে আসেন, সাবধানী শুরু করেন। এরপরই তার ব্যাট থেকে বেরিয়ে আসে শিল্পের আঁচড়। ইনিংস উদ্বোধনে এসে মুজিব উর রহমানকে পুল করে শুরু করেন, এরপর কখনো রশিদ খানের লেগ স্টাম্পের বাইরের বলকে প্রাপ্য বুঝিয়ে দেন। কখনো আবার কাভার ড্রাইভ করে ব্যাটটা ধরে রাখেন এমনভাবে, যেন ফটোগ্রাফারের ঠিকঠাক…

বিস্তারিত