সেরা অভিনেতা মনোজ-ধানুশ, সেরা বাংলা সিনেমা সৃজিতের ‘গুমনামী’

সেরা অভিনেতা মনোজ-ধানুশ, সেরা বাংলা সিনেমা সৃজিতের ‘গুমনামী’

ঘোষণা করা হলো ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সোমবার (২২ মার্চ) নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে সেরা বাংলা সিনেমার সম্মান পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘গুমনামী’ সিনেমা। এবার সেরা অভিনেতারর পুরস্কার পেলেন দু’জন। ‘ভোসলে’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন মনোজ বাজপেয়ী ও ‘অসুরণ’ সিনেমায় অভিনয়ের জন্য ধানুশ। ‘মণিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হলেন কঙ্গনা রাণৌত। সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোরে’ পেয়েছে সেরা সিনেমার পুরস্কার। সেরা সহ-অভিনেতা বিজয়, সহ-অভিনেত্রীর মুকুট পেয়েছেন পল্লবী যোশির মাথায়। বেস্ট বুক অব সিনেমার জাতীয় পুরস্কার পেয়েছেন শৈবাল চট্টোপাধ্যায়। এই বিভাগে সেরার…

বিস্তারিত