সেল্টা ভিগোকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

সেল্টা ভিগোকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

জোড়া গোল ও এক অ্যাসিস্টে রিয়ালের জয়ের নায়ক বেনজেমা। ফরাসি এই তারকার জ্বলে ওঠার দিনে সেল্টা ভিগোকে রিয়াল মাদ্রিদ হারালো ৩-১ গোলে। এ জয়ে শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো লস ব্লাঙ্কোরা।   শীর্ষে ওঠার মিশনে এদিন সেল্টা ভিগোর মাঠে আতিথ্য নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় প্রতিপক্ষ শিবিরে।  বেশ কিছু সুযোগের পর ২০ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। টনি ক্রুসের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করেন করিম বেনজেমা।  লিড নেয়ার দশ মিনিট পরেই আবারো গোল আনন্দে ভাসে মাদ্রিদিস্তারা। এবারো গোলের ত্রাতা হয়ে আসেন সেই ক্রুস, বেনজেমা জুটি।…

বিস্তারিত