স্বাস্থ্যসেবা সপ্তাহ, ঝাড়– প্রদর্শনী এবং জনতার বুঝ

স্বাস্থ্যসেবা সপ্তাহ পালনে একসঙ্গে ৫-৭ জন করে চিকিৎসকের একই সিঁড়ি বা রাস্তার ২০ বর্গফুট জায়গায় ঝাড়– হাতে প্রদর্শনীমূলক প্রচারণা দেখে এটাই বোঝা গেলো যে, তারা ঝাড়–দার হিসেবে অত্যন্ত নিম্নমানের। তারা জানেন না কতোটুকু জায়গায় ক’টা ঝাড়– লাগে। জনগণ চিকিৎসকের কাছে ভালো ব্যবহার ও সুচিকিৎসা আশা করেন। তারা পরিচ্ছন্নতা কর্মীর কাছে পরিষ্কার হাসপাতাল আশা করেন। নার্সের কাছে দৈনন্দিন পরিষেবা যেমন স্যালাইন সেট বদলানো বা ঔষধ খাওয়ানোর কাজ আশা করেন। জনতা উজবুক না যে, আম গাছ থেকে কাঁঠাল পেড়ে সেটা থেকে ডাবের পানি আশা করে। চামচামি তেলবাজি করতে দেখলে লোকে বোঝে। এইসব…

বিস্তারিত