স্বাস্থ্য কেন্দ্রের পাশেই ময়লার ভাগাড় ফেলে রাখা বর্জ্য ও জমা পানিতে মশার বিস্তার! ডেঙ্গু আতঙ্কে মানুষ

স্বাস্থ্য কেন্দ্রের পাশেই ময়লার ভাগাড় ফেলে রাখা বর্জ্য ও জমা পানিতে মশার বিস্তার! ডেঙ্গু আতঙ্কে মানুষ

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ   রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথের খালে ফেলে রাখা বর্জ্য একাকার হয়ে আছে। পরিত্যক্ত জুতা-সেন্ডেল, প্লাস্টিক বোতল, নারিকেলের খোসা। খাবার পরিবেশনের পরে খালি প্যাকেট। এমনকি পুরনো, জীর্ণ কাঁথা-বালিশ পর্যন্ত খালটিতে ফেলা হয়েছে। এক কথায় পরিবারের ব্যবহৃত যত ধরনের বর্জ্য রয়েছে সব ফেলা হচ্ছে এ খালটিতে। এসব বর্জ্যে গিজ গিজ করছে। পানি দেখা যায় না। চোখে পড়ছে শুধু বর্জ্য। যেন ভাগাড়ে পরিণত হয়েছে। কেউ কেউ বলছেন বর্জ্যের প্রদর্শনী এখন এ খালটি। বিভিন্ন রঙের খালি প্লাস্টিক বোতল থাকায় অনেকটা বর্ণিল দেখা যায়। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেও পাশেই এ…

বিস্তারিত