হাঁকডাকে মুখর আরিচা মাছের আড়ত

হাঁকডাকে মুখর আরিচা মাছের আড়ত

হাঁকডাকে সরগরম মানিকগঞ্জের আরিচাঘাটের ঐতিহ্যবাহী দেশীয় ও পদ্মা যমুনাসহ মুক্ত জলাশয়ের মাছের আড়ত। ভরা মৌসুমে দেশীয় বিভিন্ন ধরণের বড় বড় মাছ কম দামে পাওয়ায় খুশি পাইকার, আড়ৎদার ও মৎস্য শিকারিরা। ভোর থেকে পাইকার ও আড়ৎদারদের পদচারণায় জমে ওঠে মানিকগঞ্জের আরিচা ঘাটের পদ্মা, যমুনা, ইছামতীসহ মুক্ত জলাশয়ের মৎস্য আড়ত। ভরা মৌসুমে আইড়, বোয়াল, শোল, বাইম,  কৈই, চিংড়ি, ট্যাংরা, কাতল, মৃগেল, পাঙ্গাস, ইলিশসহ দেশীয় মাছের সরবরাহ ভালো থাকায় ঢাকা ও জেলার আশপাশের পাইকারদের আনাগোনা এখন অনেক বেশি। তরতাজা ও দাম কম থাকায় পাইকারদের পাশাপাশি সাধারণ ক্রেতার সংখ্যা গত কয়েকদিনের তুলনায় একটু বেশি। এতে…

বিস্তারিত