হাঁটু-কনুইয়ের বিশ্রী দাগ দূর করুন ৩ উপায়ে

আমরা প্রায় সকলেই মুখের ত্বকের যত্ন নিয়ে থাকি। উজ্জ্বল মুখ পেতে কম খরচ করি না। কিন্তু শরীরে বিভিন্ন অংশে কালো দাগ হয়ে যায়। যার মধ্যে কনুয়ের দাগ উল্লেখযোগ্য। এই দাগ যেন কিছুতেই যায় না। এই দাগ দূর করতে আমরা সবাই অনেক চেষ্টা করি, অনেক কিছু ব্যবহার করেও থাকি। বরং ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে এই দাগের হাত থেকে মুক্তি মিলবে সহজে। চিনি আর পাতিলেবুর প্যাক: ১ চামচ চিনি জলে গুলে রস করে নিন। এবার ১টি পাতিলেবুকে সমান দু’ভাগে কেটে ফেলুন। এই অর্ধেক পাতিলেবুর মধ্যে চিনির রস দিয়ে কনুইয়ে ১০ মিনিট ভাল…

বিস্তারিত