হাতুরে ডাক্তারের ভুতুরে চিকিৎসা বিপাকে সাধারণ মানুষ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শেরপুরে ভুয়া ডাক্তারে ছেয়ে গেছে। হাতুরে ডাক্তারের ভুতুরে চিকিৎসায় বিপাকে রয়েছে সাধারণ মানুষ। এমনই এক দন্ত প্রশিক্ষনপ্রাপ্ত সুনীল বিশ্বাসের ভুল চিকিৎসায় গৃহবধুর হাতে পঁচন ধরায় থানায় অভিযোগও হয়েছে। জানা যায়, গত ২০ এপ্রিল উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের দরিমুকুন্দ গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম দাঁতের ব্যাথার জন্য সুনীল বিশ্বাসের শেরপুর শহরের হাটখোলা রোডের সীমান্ত ফার্মেসীতে দন্ত চিকিৎসা নিতে আসেন। সুনীল বিশ^াস দাঁতের ব্যাথা কমানোর জন্য রেহেনা বেগমের ডান হাতে একটি ইনজেক্ধসঢ়;শন পুশ করে। তারপর থেকে সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পরে। এক পর্যায়ে রেহেনা বেগমের হাতে…

বিস্তারিত