হারানো ফোন খুঁজবে গুগল

হারানো ফোন খুঁজবে গুগল

২০১৫ সাল থেকে চালু গুগলের ‘মাই অ্যাকাউন্ট’ হাবে এ নতুন ফিচারটি যুক্ত করা হচ্ছে। অ্যাড্রেস বারে ‘আই লস্ট মাই ফোন’ টাইপ করলেই এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীকে সরাসরি ‘ফাইন্ড মাই ফোন’ পেইজে নিয়ে যাওয়া হবে। এ ছাড়াও এতে একটি লিংক রয়েছে, যার সাহায্যে নিকটবর্তী ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ অফিসে সরাসরি যোগাযোগ করা যাবে। গুগলের মাই অ্যাকাউন্ট-এর পণ্য ব্যবস্থাপক গুয়েমি কিম জানান, ইউরোপ ও এশিয়ার জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি অপশন। তিনি বলেন, “ব্যবহারকারীদের সম্পর্কে গুগলের কাছে কী ধরনের ডেটা রয়েছে তা জানতে তারা কৌতুহলী বা উদ্বিগ্ন, আমরা এটা গবেষণার মাধ্যমে জেনেছি।” সিএনএন…

বিস্তারিত