হোলিতে রেঙেছে পুরান ঢাকা

নিউজ ডেস্ক : ২) পুরান ঢাকার অলি-গলিতে চলছে হোলি উৎসব। তরুণ-তরুণী, জোয়ান-বৃদ্ধ সবাই মেতেছে রঙের উৎসবে। এই উৎসবের রঙিন ছটা অন্য এলাকার চেয়ে যেন বেশি ছড়িয়ে পড়েছে তাঁতী বাজার ও শাঁখারিবাজারের আনাচে-কানাচে তথা সর্বত্র। এই উৎসবে যোগ দিতে এখানে এসেছে অসংখ্য মানুষ। তবে এরমধ্যে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের মানুষ। ৩) সকাল থেকেই এখানে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা রং এবং আবীর দিয়ে একে অপরকে রাঙ্গিয়ে তোলেন। এটা মূলত অশুভ শক্তির বিরুদ্ধে প্রতীকি হিসাবে করা হয়। ৪) বহির্বঙ্গে পালিত হোলি উৎসব এর সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাগুন মাসের পূর্ণিমা…

বিস্তারিত