হোসেনপুরের চৌদারে কালের স্বাক্ষী নীলের কুঠির

হোসেনপুরের চৌদারে কালের স্বাক্ষী নীলের কুঠির

মাহফুজ রাজা,জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ; বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন কালের স্বাক্ষী বহন করে  দন্ডায়মান কিশোরগঞ্জের হোসেনপুরের মৃত্তিকার পাঁজরে। অসংখ্য ইতিহাসের অতল গহ্বরের একটি চৌদার কিংবা সাহেবের আওলীর মোড়ে নীলকরদের এই বাড়িটি।নীল চাষের নির্মম ইতিহাস বিজড়িত  উপজেলার  ঐতিহাসিক নীলকুঠির ধবংসাবশেষ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।  উপজেলার সিদলা ইউনিয়নের চৌদার (সাহেবেরগাঁও) এলাকায় নীলকরদের বাড়ি এবং টান সিদলা গ্রামে নীলকুঠির কার্যালয় ও পুরাতন পুকুরটি নীলকর সাহেবদের নানা স্মৃতি বহন করে চলেছে। ইতিহাস ঘেটে জানা যায়,বাংলার তদানীন্তন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নামানুসারে হোসেনপুর পরগনার ব্রহ্মপুত্র নদের পূর্ব তীরে গড়ে উঠেছিল নীলকুঠি। আনুমানিক ১৭৩০…

বিস্তারিত