হোসেনপুরের ব্রম্মপুত্রে বড়শি দিয়ে মাছ শিকারের হিড়িক।

হোসেনপুরের ব্রম্মপুত্রে বড়শি দিয়ে মাছ শিকারের হিড়িক।

মাহফুজ হাসান,স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রম্মপুত্র নদে বড়শি শিকারীদের আনাগোনা দিনকে দিন বেড়েই চলেছে,পাওয়াও যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ।উৎসবমুখর পরিবেশ নদ সংলগ্ন  এলাকায়। জানা যায়,উপজেলার সাহেবের চর গ্রামের বুক ছিরেই প্রবাহিত ব্রম্মপুত্র নদ।বিভিন্ন এলাকাসহ প্রতিবেশী উপজেলা থেকেও আসছে শিকারী।অস্ত্র হিসেবে সবার হাতে প্রতিয়মান হচ্ছে, রং বেরংগের ছিপ, চোখ ধাধানো অত্যাধুনিক ছিপ। ভাঙ্গন প্রতিরক্ষা বাঁধের ব্লকে বসেই নদের জলে টোপ সম্বলিত বড়শি ফেলে তুলে নিচ্ছে বহু প্রজাতির ছোট বড় মাছ। গ্রামের হাজীবাড়ী মহল্লার সজিব মিয়া বলেন,নতুন সড়ক,চরকাটিহারী, নাককাটার চর হয়ে আসলে, আমাদের গ্রামে প্রবেশ করতে যে রাস্তা ধরে যাতায়াত করতে হয়…

বিস্তারিত