হোসেনপুরে গবাদিপশুর প্রাকৃতিক প্রজনন খামার।

হোসেনপুরে গবাদিপশুর প্রাকৃতিক প্রজনন খামার।

মাহফুজ হাসান,স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হোসেনপুরের সিদলা ইউনিয়নের অন্তর্গত সাহেবের চর গ্রামের নয়া পাড়ায়, বাড়ীতে গবাদিপশুর প্রাকৃতিক প্রজননক্ষেত্র তৈরি করে স্বাবলম্বী আছর আলী।  সরেজমিনে দেখা যায়,উপজেলার সাহেবের চর নয়াপাড়ায় দেশি-বিদেশি গরু-ছাগলের মাধ্যমে পাল দিয়ে জীর্ণ জীবনের অবসান ঘটিয়ে বেশ স্বাবলম্বী পর্যায় পৌছেছেন আছর আলী । তার বাবার নাম মৃত উমর আলী। জানা যায়- ষাঁড় এর বীজ প্রাকৃতিক উপায়ে কিংবা সরবরাহ করে গাভীর জরায়ুতে স্থাপন করার মাধ্যমে প্রজনন ক্রিয়া সম্পন্ন করাকেই গাভীতে পাল দেয়া বলে। মূলত দু’টি উপায়ে গাভীতে পাল দেয়া হয়। যথাঃ ১. প্রাকৃতিক পদ্ধতি ২. কৃত্রিম পদ্ধতি ১। প্রাকৃতিক পদ্ধতিঃ …

বিস্তারিত