হোসেনপুরে নতুন ধানের গন্ধে মাতোয়ারা কৃষক।

হোসেনপুরে নতুন ধানের গন্ধে মাতোয়ারা কৃষক।

মাহফুজ হাসান,স্টাফ রিপোর্টার: “সবুজ রঙের মায়ায় কৃষক মোদের ফলিয়েছেন ধান, দেখতেই তো যেনো মনে জাগে মধুর সেই অনুভূতি” সত্যিই তাই সবুজের মায়ায় কৃষক মাঠময় সাজিয়েছে সোনালী ধানের শীষে।  কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিচ্ছে সকালের সোনারোদ। শেষ হেমন্তের মৃদু বাতাসে দোল খাচ্ছে মাঠ ভরা সোনালী ধান। লেজঝোলা ফিঙে আর শালিক ঝগড়া করে, তারপর উড়ে যায়। এসব কিছুই দেখার ফুরসত নেই যেনো কৃষকের! মাঠের পাকা ধান কেটে তুলতে হবে গোলায়। বুধবার(৩০ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সে কাজেই ব্যস্ত কিশোরগঞ্জের হোসেনপুরের কৃষকেরা।এবার উপজেলায় আমনের বাম্পার ফলন হয়েছে।এখন চলছে মাঠে মাঠে ধান কাটার…

বিস্তারিত