১১১ কেজি ওজনের দুষ্প্রাপ্য মারলিন ফিশ, বিক্রি হলো পানির দামে

১১১ কেজি ওজনের দুষ্প্রাপ্য মারলিন ফিশ, বিক্রি হলো পানির দামে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া বাজারে দেখা মিললো ১১১ কেজি ওজনের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুষ্প্রাপ্য মারলিন ফিশ। ইউরোপের বাজারে এটি অগ্নিমূল‌্য হলেও পাকুন্দিয়ায় বিক্রি হয়েছে পানির দামে।  শনিবার (২০ মার্চ) বিকেলে থেকে মাছের ভাগা নিতে ক্রেতাদের ভিড় দেখা যায়। স্বপন মিয়া নামে স্থানীয় এক জেলে ঢাকার যাত্রাবাড়ি থেকে মাছটি সংগ্রহ করেছেন। তিনি জানান, এ মাছটি চট্টগ্রাম থেকে যাত্রাবাড়ি এক আড়তে আনা হয়েছিল। মাছটি ৫০ ভাগা করা হয়। প্রতি ভাগা ১ হাজার টাকা করে ৫০ জন ভোজন রসিক এটি কিনে নেন। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সাফি সুমন নামে লন্ডন প্রবাসী এক বাংলাদেশি জানান, সেখানে মারলিন ফিশ প্রতি কেজি ৫০ হাজার টাকা করে বিক্রি…

বিস্তারিত