‘১৪ ডিসেম্বর প্রায় মারাই যাচ্ছিলাম’

আতাউর রহমান : আমার ভাই মুজিবুর রহমান দিলু এবং মেহরাব রহমান, ওনারা দুজনই চলে যান মুক্তিযুদ্ধে। আমি তখন একটি বিদেশি কোম্পানিতে চাকরি করি। আর আমি থেকে যাই। তবে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ ছিল। আমরা গ্রুপে কাজ করি। সুফিয়া খালার (সুফিয়া কামাল) মেয়ে মানে আজকের সুলতানা কামাল আমরা এক গ্রুপেই নাটক করতাম। ওই গ্রুপ পরবর্তী সময়ে নাগরিক নাট্য সম্প্রদায় হয়েছে।   ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ কণ্ঠস্বরের ধ্বনি/ প্রতিধ্বনি আকাশে-বাতাসে ওঠে রণি’ শিরোনামের গানটা তখন বেরিয়েছে। এটা নিয়ে আমরা নানারকম কাজ করেছি।   ওই সময় গ্রুপের আলী যাকের চলে যায় স্বাধীন বাংলা…

বিস্তারিত