২৫ বছর পর হাতের মুঠোয় আসছে দুনিয়া!

২৫ বছর পর হাতের মুঠোয় আসছে দুনিয়া!

রাগ-বেরাগ, হাসি-কান্না, ভাল-মন্দের আজ একটাই বাসা৷ জগত জোড়া এই জালেই আটকে আধুনিক মানুষের জীবন৷ ইন্টারনেট৷ আজ থেকে ঠিক পঁচিশ বছর আগে এই দিনে সাধারণ মানুষের কাছে খুলে গিয়েছিল ভার্চুয়াল জগতের বিশাল দরজা৷ মানুষ জানতে পারল তিন শব্দের মাহাত্ম্য৷ ‘World Wide Web’৷ ইতিহাসের পাতায় সংযুক্ত হয়ে ছিল বর্তমানের ঐতিহাসিক অধ্যায়, ‘ইন্টারনেট’৷ আম জনতার দরবারে নেট দুনিয়ার এই দিনই আজ পালিত হয় ‘ওয়ার্ল্ড ইন্টারনট ডে’ হিসেবে৷ ‘ইন্টারনট’ শব্দটি এসেছে ‘অ্যাস্ট্রোনট’ থেকে৷ মহাকাশে যেমন মহাকাশচারীদের অবাধ বিচরণ, তেমনই নেটদুনিয়ায় ‘ইন্টারনেট’ ব্যবহারকারীদের বিচরণ৷ ভার্চুয়াল জগতে ডুবে থাকা এই বাসিন্দাদেরই বলা হয়ে থাকে ‘ইন্টারনট’৷ ইন্টারনেটের…

বিস্তারিত