২ অক্টোবর: ইতিহাসের এই দিনে

ঘটনাবলি: •    ১১৮৬ –  ক্রুসেডের যুদ্ধে মুসলিম সেনাপতি সালাউদ্দীন আইয়ুবি বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন। •    ১৭১৮ –  স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড-এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়। •    ১৭৮০ –  মার্কিন স্বাধীনতা আন্দোলন জন এ্যান্ড্রে কে ফাঁসি দেওয়া হয়। •    ১৭৯০ –  মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়। •    ১৮৬৮  –  কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়। •    ১৯২২ –  চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। •    ১৯৩৪ –  জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে। •…

বিস্তারিত