Sreelekha Mitra: সবুজ শিফনে ভেনিসে স্নিগ্ধ শ্রীলেখা, সুজয়ের দাবি, সারমেয় প্রেমের কুখ্যাতি ভুলে যান বহু বছর পরে ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেল বাংলা ছবি। সৌজন্যে আদিত্য বিক্রম সেনগুপ্তের ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন কলকাতা’। নিমন্ত্রণ রক্ষায় জুরিখে উপস্থিত ছবির কুশীলবেরা। তাঁদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র। জুরিখ থেকে আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ‘‘প্রচণ্ড উত্তেজিত। ভেনিসে লাল কার্পেটে পা রাখব।’’ তাঁর সেই উত্তেজনা ছড়িয়ে গিয়েছিল অনুরাগী মহলেও। ৭ সেপ্টেম্বর শ্রীলেখা রেড কার্পেটে হেঁটেছেন স্বচ্ছ সবুজ শিফন শাড়ি পরে। খোলা চুল, হাল্কা গয়না, ছোট্ট টিপ আর লিপস্টিকে সহজ সুন্দরী তিনি। শ্রীলেখার এই স্নিগ্ধ রূপে…
বিস্তারিতTag: Sreelekha Mitra
Sreelekha Mitra | শ্রীলেখা | দৈনিক আগামীর সময় | Agamirsomoy.com | বাংলা সংবাদপত্র
Sreelekha Mitra is an Indian actress who is known for her work in Bengali cinema. Winner of a BFJA Award and an Anandalok Award, Mitra is best known for her roles in films such as Hothat Brishti, Kantatar, Aschorjo Prodip, Swade Ahlade, Choukath and Rainbow Jelly
Sreelekha Mitra: সবুজ শিফনে ভেনিসে স্নিগ্ধ শ্রীলেখা, সুজয়ের দাবি, সারমেয় প্রেমের কুখ্যাতি ভুলে যান
বহু বছর পরে ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেল বাংলা ছবি। সৌজন্যে আদিত্য বিক্রম সেনগুপ্তের ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন কলকাতা’। নিমন্ত্রণ রক্ষায় জুরিখে উপস্থিত ছবির কুশীলবেরা। তাঁদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র। জুরিখ থেকে আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ‘‘প্রচণ্ড উত্তেজিত। ভেনিসে লাল কার্পেটে পা রাখব।’’ তাঁর সেই উত্তেজনা ছড়িয়ে গিয়েছিল অনুরাগী মহলেও। ৭ সেপ্টেম্বর শ্রীলেখা রেড কার্পেটে হেঁটেছেন স্বচ্ছ সবুজ শিফন শাড়ি পরে। খোলা চুল, হাল্কা গয়না, ছোট্ট টিপ আর লিপস্টিকে সহজ সুন্দরী তিনি।
শ্রীলেখার এই স্নিগ্ধ রূপে মোহিত ভেনিস চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার নেটমাধ্যমে সেই ছবি ভাগ করে নিতেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, একজন বাঙালি অভিনেত্রী ভেনিস চলচ্চিত্র উৎসবে তাঁর ছবি ও দেশের প্রতিনিধিত্ব করছেন! এটা বোধহয় তাঁর ব্লাউজের কাট বা সারমেয় প্রেমের ‘কুখ্যাতি’র থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
Sreelekha Mitra: যৌনতার লাগাম তাঁর হাতেই থাকবে! পুরুষদের সচেতন করলেন শ্রীলেখা
খোলামেলা কালো পোশাকে, লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন শ্রীলেখা মিত্র। খোলা চুল, পায়ে হিল জুতো, অভিনেত্রীর চোখের বাঁকা চাউনি ঘায়েল করবে যে কোনও পুরুষ হৃদয়কে। ফেসবুকের দেওয়ালে এমনই বোল্ড ছবি পোস্ট করলেন আপতত বিদেশে সফরে থাকা শ্রীলেখা মিত্র। ছবির ক্যাপশনও ততখানিই চমকে দেওয়ার মতো। সেখানে তিনি লিখেছেন, “The ‘Dominatrix’ me”।
শ্রীলেখার এই পোস্টে রয়েছে সরাসরি যৌনতার উসকানি। ইংরাজি ভাষায় ‘ডমিনেট্রিক্স’ বলা হয় সেই সকল মহিলাদের যাঁরা যৌনতার সময় পুরুষ সঙ্গীকে ডমিনেট (কর্তৃত্ব নিজের হাতে রাখা) করেন। অর্থাত্ সোজা কথায় বলতে গেলে যৌনতার লাগাম নিজের হাতে রাখেন।