brandbazaar globaire air conditioner
ব্রেকিং নিউজঃ

টাঙ্গাইলে পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএমে

টাঙ্গাইলে পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএমে

মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-প্রথম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রবিবার অথবা সোমবার ঘোষণা করা হবে।
সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
ইসি সূত্রে জানা যায়, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি।

আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার।

এরমধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪টি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভায়।
মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টি মেয়াদ। ইতোমধ্যে ৫ পৌরসভার তফসিল দিয়েছে ইসি।
এদিকে টাঙ্গাইল জেলার ১১টি পৌরসভার মধ্যে ৮টির নির্বাচন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে ১১টি পৌরসভার নির্বাচন, শপথ গ্রহণ ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ বিস্তারিত তথ্য ঢাকায় পাঠানো হয়েছে। চূড়ান্ত করা হয়েছে ভোটার তালিকা।
টাঙ্গাইল জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে ৮টি পৌরসভার মেয়াদ পূর্ণ হবে।

এজন্যে ডিসেম্বরেই নির্বাচন করতে হবে। বাকি ৩টি পৌরসভার মেয়াদোত্তীর্ণের সময় পূর্ণ না হওয়ায় নির্বাচন করা যাবে না।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সভায় ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ৮টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীকে মেয়র পদে ভোট যুদ্ধে অবতীর্ণ হন মেয়র প্রার্থীরা।
টাঙ্গাইলের ১১টি পৌরসভার চিত্র –
টাঙ্গাইল নির্বাচন কমিশন সূত্র জানায়, টাঙ্গাইলের ১১ পৌরসভার মধ্যে ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে ৮টি, সেপ্টেম্বর মাসে ১টি এবং ২০২৩ সালের ২টি পৌরসভার ৫ বছর মেয়াদ পূর্ণ হবে।

এগুলোর মধ্যে টাঙ্গাইল, সখিপুর, মধুপুর ও মির্জাপুর ‘ক’ শ্রেণীর পৌরসভা। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের পর নির্বাচিতরা শপথ নেয় ২০১৬ সালের ২৭ জানুয়ারী।
এই চার পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী যথাক্রমে ১৯, ২২, ১৬ ও ২০ ফেব্রুয়ারী।
বাকী ৭টি অর্থাৎ ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, ঘাটাইল, এলেঙ্গা ও বাসাইল ‘খ’ শ্রেণীর পৌরসভা।
এই মধ্যে প্রথম চারটি পৌরসভার নির্বাচন ২০১৫ সালের ৩০ ডিসেম্বর শেষ হওয়ার পর শপথ গ্রহণ হয় ২০১৬ সালের ২৭ জানুয়ারি আর কালিহাতীর বিজয়ীরা শপথ নেন ২৪ ফেব্রুয়ারী।

এই চার পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী যথাক্রমে ১৩, ২৩, ২২ ও ২৪ ফেব্রুয়ারী।
ঘাটাইল পৌরসভার নির্বাচন হয় ২০১৬ সালের ৭ আগষ্ট। বিজয়ী প্রার্থী শপথ গ্রহণ করে ৩ সেপ্টেম্বর।

এ পৌরসভার মেয়াদ শেষ হবে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর।
এলেঙ্গা পৌরসভার নির্বাচন হয় ২০১৮ সালের মার্চ মাসে। বিজয়ী প্রার্থী শপথ গ্রহণ করে ২০১৮ সালের ৮ মে।

এ পৌরসভার মেয়াদ পূর্ণ হবে ২০২৩ সালের ১৭ মে।
বাসাইল পৌরসভার ভোট নেয়া হয় ২০১৮ সালের ৩০ জুন। বিজয়ী প্রার্থী ২০১৮ সালের ২৮ জুলাই শপথ গ্রহণ করে।

এ পৌরসভার মেয়াদ পূর্ণ হবে ২০২৩ সালের ৬ আগস্ট।
টাঙ্গাইলের নির্বাচন কমিশনার এএইচএম কামরুল হাসান জানান, এবারের টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

Related posts