শিবগঞ্জে ঐতিহাসিক গাংনগর খেলার মাঠে জরিমানা

শিবগঞ্জে ঐতিহাসিক গাংনগর খেলার মাঠে জরিমানা

মো আশিক হোসেন শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ঃবগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নে গাংনগর এলাকায় সরকারি আদেশ অমান্য করে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। আয়োজক কমিটি ফুটবল খেলায় ২০ টাকা টিকেট করে খেলা চালায়।২০ টাকা টিকিট হলেও গাংনগর খেলার মাঠে জনগনের ঢল,খেলার মাঠে কোন সামাজিক দুরত্ব বা কোন ব্যক্তির মুখে মাক্স ছিল না। করোনার সেকেন্ড ওয়েব মোকাবেলা নিমিওে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে দেউলী ইউনিয়নের গাংনগর এলাকায় সরকারি আদেশ অমান্য করে টুর্নামেন্ট আয়োজনের দায়ে সংক্রামক রোগ প্রতিরোগ,নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ লংঘনের দায়ে আয়োজক কমিটিকে ২০ হাজার টাকা অর্থদন্ড এবং টুর্নামেন্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়।শুক্রবার বিকালে আদালত পরিচালনা করেন uno shibgonj bograও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব আলমগীর কবির। অভিযানে সহযোগীতা করেন শিবগঞ্জ সার্কেল এ এস পি জনাব মো আরিফুল ইসলাম সিদ্দিকী ও থানার পুলিশ সদস্য গন।

আপনি আরও পড়তে পারেন