brandbazaar globaire air conditioner

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধার

জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর সহকারী শিক্ষক
তৈলক্ষ্য বর্মণ (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নিখোঁজের স্থান থেকে ৮ কিলোমিটার দুরে
কাজির ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তৈলক্ষ্য বর্মণ দক্ষিণ বঠিনা ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষক ও একই এলাকার ঘুরবসু বর্মণের ছেলে।
ফায়ার সার্ভিস এর অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বলেন, সকালে
রংপুর থেকে আসা ডুবুরি দল খোঁজাখুঁজি শুরুর পর দুপুরে নিখোঁজের স্থান
থেকে ৮ কিলোমিটার দুরে কাজির ঘাট এলাকায় তার লাশ ভাসতে দেখা যায়।
স্থানীয়দের বরাতে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে মঙ্গলবার স্কুলছুটির পরে তাড়াহুড়া করে বাড়ি ফেরার সময় নদী
সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হন শিক্ষক তৈলক্ষ্য বর্মণ।

 

 

Related posts