brandbazaar globaire air conditioner

ঢাকার নবাবগঞ্জ বান্দুরা রোডে ৬টি চোরাই গরুসহ ট্রাক জব্দ

ঢাকার নবাবগঞ্জ বান্দুরা রোডে ৬টি চোরাই গরুসহ ট্রাক জব্দ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৬টি চোরাই গরুসহ একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। এসময় চালকসহ চোর দল পালিয়ে যায়।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-নবাবগঞ্জ-বান্দুরা রোডের দিঘিরপাড় মসজিদ সংলগ্ন এলাকা থেকে চোরাই গরুসহ ট্রাক জব্দ করা হয়।

স্যামসাং স্মার্ট ফোরকে টেলিভিশন 43AU7700 সবচেয়ে কম দামে অফিসিয়াল ওয়ারেন্টি সহ

 

গরুর মালিক, বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সোহাগ মিয়া জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বাড়ির গোয়াল ঘর থাকা প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ৬টি গরু অজ্ঞাত চোর নিয়ে যায়। বাড়ির কেয়ার টেকার ফজলুর রহমান বুঝতে পেরে তাৎক্ষণিক নবাবগঞ্জ ও দোহার থানা পুলিশে জানান। থানা পুলিশ অভিযান চালায়। রাত আড়াইটার দিকে ট্রাকসহ গরু উদ্ধার করেন।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মৃত্যুঞ্জয় কুমার কির্ত্তনীয়া জানান, সংবাদ পেয়ে প্রধান সড়ক গুলোতে অভিযান চালাই। রাত আড়াইটার দিকে ঢাকা-নবাবগঞ্জ-বান্দুরা সড়কের দিঘিরপাড় মসজিদ সংলগ্ন এলাকায় ঢাকা মেট্রো ড-১২-৩০৪২ নম্বরের একটি ট্রাক থামালে চালকসহ অন্যরা দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রাকসহ ৬টি গরু জব্দ করে থানায় আনা হয়।

এঘটনায় নবাবগঞ্জ থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে কোর্টের আদেশ পেলে গরুগুলো মালিককে দেয়া হবে বলে জানান ঐ উপপরিদর্শক।

 

Related posts