brandbazaar globaire air conditioner

নবাবগঞ্জে ১৩৫টি ইয়াবাসহ সফুর (৪৫) নামে এক ব্যক্তি গ্রেফতার

নবাবগঞ্জে ১৩৫টি ইয়াবাসহ সফুর (৪৫) নামে এক ব্যক্তি গ্রেফতার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৩৫টি ইয়াবা ট্যাবলেটসহ সফুর (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে তাকে ঢাকার আদালতে নেয়া হয়েছে। গ্রেফতারকৃত সফুর উপজেলার বাহ্রা চরকান্দা গ্রামের মুন্সি মাদবরের ছেলে।

স্যামসাং স্মার্ট ফোরকে টেলিভিশন 43AU7700 সবচেয়ে কম দামে অফিসিয়াল ওয়ারেন্টি সহ

 

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) আশফাক রাজীব হাসান জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কোমরগঞ্জ এলাকায় অবস্থান নেয় থানার উপপরিদর্শক তারভীর শেখসহ সঙ্গীয় দল। পরে গোপন সংবাদ পেয়ে সেখান দিয়ে যাওয়ার সময় সফুরকে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করে ১৩৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় আনা হয়।

এঘটনায় গ্রেফতারকৃত সফুরের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ঢাকার আদালতে নেয়া হয়েছে বলে জানান ওসি (তদন্ত)।

 

Related posts