কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
এম ইফতেখার জুয়েল (কক্সবাজার)
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় নবনির্মিত উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম এ কৃষক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন। এ উপলক্ষে নবনির্মিত কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপ পরিচালক ড. মো. এখলাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা কৃষি অফিসার তপন কুমার,উপসহকারী কৃষি অফিসার ছৈয়দুল আলম।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের কৃষিক্ষেত্রে গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে আজ কৃষির প্রত্যেকটি খাতে ধনাত্মক পরিবর্তন হয়েছে। ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ প্রত্যেকটি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হওয়ায় এখন এ দেশের কৃষক কেবল খাদ্য নিরাপত্তা নয় বরং পুষ্টি নিরাপত্তা বিধানের লক্ষ্যে দেশ ক্রমে এগোচ্ছে।

আপনি আরও পড়তে পারেন